০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সাভার কাউনদিয়া ইউনিয়নে নাল জমি ক্রয় করে বাড়ি দখলের অভিযোগ বিক্রেতাও নিখোঁজ 

  • প্রতিনিধি
  • আপডেট সময়: ০৬:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • 77

সাভার কাউনদিয়া ইউনিয়নে নাল জমি ক্রয় করে বাড়ি দখলের অভিযোগ বিক্রেতাও নিখোঁজ

বিশেষ প্রতিনিধি :

সাভার কাউনদিয়া ইউনিয়নে নাল জমির দলিল  করে ৮ তলা ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং বাড়ি দখলের অভিযোগ উঠেছে উক্ত এলাকার  ইদু ও মো: সামি উল্লাহ এর (সামান মিয়ার) বিরুদ্ধে তবে জমির রেজিস্ট্রি করা হয় মোঃ সামি উল্লাহ (সামন মিয়া ) এর ছেলে প্রবাসী  মো: শিহাব শাহরিয়ার এর নামে যার দলিল নং ২০১৮৮/২০২৪ ইং । দলিল করার সময় থেকে এ পর্যন্ত মো: শিহাব শাহরিয়ার দেশে ফিরেনি ,  এ ব্যাপারে ভুক্তভোগী জয় গোপাল কবিরাজ সাভার উপজেলা নির্বাহী অফিসার ও থানাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের  কাছে একাধিক অভিযোগ দেওয়ার পরেও এখনো কোন সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। ঘটনাটি ঘটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাভার উপজেলার  কান্দিয়া ইউনিয়নের মাঝির দিয়া ঠিকানায় । জয় গোপাল বলেন তার আপন বোন জামাই বিজয় মন্ডল ও তার বোনকে নিয়ে তিনি তার নামে রেজিস্ট্রি করা নিজ তৈরি উক্ত বাড়িতে বসবাস করতেন। উক্ত এলাকার ঈদু ও মোঃ সামি উল্লাহ (সামান মিয়া)  ষড়যন্ত্রমূলকভাবে তার বোন জামাই বিজয় মন্ডল এর কাছ থেকে জায়গা দলিল করে নেন এবং দলিলে নাল জমি লেখা কিন্তু তারা আমাদের বাড়ি দখল করে এবং আমার স্ত্রীসহ আমাদের অন্যান্যদের মারপিট করে চার লাখ টাকা ও স্বর্ণ অলংকার সহ বিভিন্ন মালামাল লুট করে এবং বাকি সব মালামাল রুমে তালা দিয়ে আটকে রাখে । তারা  আমাদের মালামাল বের করতেও দেয় না এমনকি আমাদের রুমে ঢুকতেও দেয় না, আমরা এখন অন্য বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছি , ভুক্তভোগী জয় গোপালের অভিযোগ অনুযায়ী তদন্ত করে দেখা যায় সত্যিই ঈদু ও মোঃ সামি উল্লাহ  (সামান মিয়া) কোন বাড়ি ক্রয় করেননি তারা জয় গোপাল কবিরাজ এর বোন জামাই এর কাছ থেকে নাল জমি লিখে নেন , তবে এলাকাবাসী সচেতন মহলের বক্তব্য জয় গোপাল এর বোনজামাই বিজয় মন্ডল এর কাছ থেকে তিনি জমি লিখে নেওয়ার পর থেকে বিজয় মন্ডল নিখোঁজ এখনো ফিরে আসেনি। তাই তারা মনে করেন, হয় তাকে হত্যা করা হয়েছে, নয় অপহরণ করে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করে নিয়েছেন, আর যদি সত্যি সত্যি নিজ ইচ্ছায় দলিল দিয়ে থাকেন তাহলে তিনি কেন দলিল দিয়ে আর এলাকার ফিরে আসেননি এবং বাড়ির দলিলে কেন নাল জমি লেখা এতে  উভয় পক্ষই রাষ্ট্রবিরোধী কাজ করেছেন কারণ বাড়ি ক্রয় করে নাল জমি লেখার কারণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে আর এর জন্য সরকারিভাবে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে। তাই এলাকাবাসী এ বিষয়ে  সরকারিভাবে সঠিক তদন্ত দাবি করেন, যাতে করে আসল ঘটনা বেরিয়ে আসে এবং অপরাধী যে হোক না কেন শাস্তির আওতায় যেন আনা হয়, এ ব্যাপারে উক্ত কাউন্দিয়া ইউনিয়নের ফাঁড়ির এসআই রহিম বলেন ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব তবে ভুক্তভোগী জয় গোপাল কবিরাজ বলেন থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে  অভিযোগ দেওয়া আছে এখন প্রশাসন আইনগত ব্যবস্থা নিলেই আমরা উপকৃত হব, জয় গোপাল কবিরাজ আরো বলেন আমি কয়েক বছর আগে একসময় একটি বিপদে পড়লে আমার বোন জামাই আমাকে বলেন জমি তার নামে লিখে দিতে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন আমি যদি আমার বাড়ি  আমার নামে রাখি তাহলে আমার বিরোধীরা আমার জায়গা বাড়ি  নিয়ে যাবে এই বলে তিনি আমার জায়গা তার নামে লিখি নেয় কোন টাকা পয়সা আমাকে নাদিয়েই , তখন শর্ত ছিল তিনি আমার সমস্যা দূর হলে আবার আমার জায়গা আমার নামে লিখে দেবে কিন্তু তিনি তা না করে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করেছেন এতে আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি ইচ্ছা করে করেছেন না জোরপূর্বক করানো হয়েছে, না তাকে হত্যা করা হয়েছে কোন কিছুরই এখনো কূলকিনারা পাই নাই , তাই আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই , আপনারা সঠিক তদন্ত করে ব্যবস্থা নিয়ে আমাদের পরিবারটিকে বাঁচান , আমরা বাঁচতে চাই আমরা সংখ্যালঘু, আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের কি বাঁচার অধিকার নেই তাই আমরা বাঁচতে চাই প্রশাসনের প্রতি অনুরোধ আপনারা সঠিক তদন্ত করে ব্যবস্থা নিন এবং আমাদের ভালোভাবে বাঁচতে দিন আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

বাগেরহাটের শরণখোলার বড় রাজাপুরের আলী হোসেন ও তার পরিবারের উপর  সন্ত্রাসী হামলার অভিযোগ 

সাভার কাউনদিয়া ইউনিয়নে নাল জমি ক্রয় করে বাড়ি দখলের অভিযোগ বিক্রেতাও নিখোঁজ 

আপডেট সময়: ০৬:২৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

সাভার কাউনদিয়া ইউনিয়নে নাল জমি ক্রয় করে বাড়ি দখলের অভিযোগ বিক্রেতাও নিখোঁজ

বিশেষ প্রতিনিধি :

সাভার কাউনদিয়া ইউনিয়নে নাল জমির দলিল  করে ৮ তলা ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং বাড়ি দখলের অভিযোগ উঠেছে উক্ত এলাকার  ইদু ও মো: সামি উল্লাহ এর (সামান মিয়ার) বিরুদ্ধে তবে জমির রেজিস্ট্রি করা হয় মোঃ সামি উল্লাহ (সামন মিয়া ) এর ছেলে প্রবাসী  মো: শিহাব শাহরিয়ার এর নামে যার দলিল নং ২০১৮৮/২০২৪ ইং । দলিল করার সময় থেকে এ পর্যন্ত মো: শিহাব শাহরিয়ার দেশে ফিরেনি ,  এ ব্যাপারে ভুক্তভোগী জয় গোপাল কবিরাজ সাভার উপজেলা নির্বাহী অফিসার ও থানাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের  কাছে একাধিক অভিযোগ দেওয়ার পরেও এখনো কোন সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান। ঘটনাটি ঘটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাভার উপজেলার  কান্দিয়া ইউনিয়নের মাঝির দিয়া ঠিকানায় । জয় গোপাল বলেন তার আপন বোন জামাই বিজয় মন্ডল ও তার বোনকে নিয়ে তিনি তার নামে রেজিস্ট্রি করা নিজ তৈরি উক্ত বাড়িতে বসবাস করতেন। উক্ত এলাকার ঈদু ও মোঃ সামি উল্লাহ (সামান মিয়া)  ষড়যন্ত্রমূলকভাবে তার বোন জামাই বিজয় মন্ডল এর কাছ থেকে জায়গা দলিল করে নেন এবং দলিলে নাল জমি লেখা কিন্তু তারা আমাদের বাড়ি দখল করে এবং আমার স্ত্রীসহ আমাদের অন্যান্যদের মারপিট করে চার লাখ টাকা ও স্বর্ণ অলংকার সহ বিভিন্ন মালামাল লুট করে এবং বাকি সব মালামাল রুমে তালা দিয়ে আটকে রাখে । তারা  আমাদের মালামাল বের করতেও দেয় না এমনকি আমাদের রুমে ঢুকতেও দেয় না, আমরা এখন অন্য বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছি , ভুক্তভোগী জয় গোপালের অভিযোগ অনুযায়ী তদন্ত করে দেখা যায় সত্যিই ঈদু ও মোঃ সামি উল্লাহ  (সামান মিয়া) কোন বাড়ি ক্রয় করেননি তারা জয় গোপাল কবিরাজ এর বোন জামাই এর কাছ থেকে নাল জমি লিখে নেন , তবে এলাকাবাসী সচেতন মহলের বক্তব্য জয় গোপাল এর বোনজামাই বিজয় মন্ডল এর কাছ থেকে তিনি জমি লিখে নেওয়ার পর থেকে বিজয় মন্ডল নিখোঁজ এখনো ফিরে আসেনি। তাই তারা মনে করেন, হয় তাকে হত্যা করা হয়েছে, নয় অপহরণ করে জোরপূর্বক দলিলে স্বাক্ষর করে নিয়েছেন, আর যদি সত্যি সত্যি নিজ ইচ্ছায় দলিল দিয়ে থাকেন তাহলে তিনি কেন দলিল দিয়ে আর এলাকার ফিরে আসেননি এবং বাড়ির দলিলে কেন নাল জমি লেখা এতে  উভয় পক্ষই রাষ্ট্রবিরোধী কাজ করেছেন কারণ বাড়ি ক্রয় করে নাল জমি লেখার কারণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে আর এর জন্য সরকারিভাবে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে। তাই এলাকাবাসী এ বিষয়ে  সরকারিভাবে সঠিক তদন্ত দাবি করেন, যাতে করে আসল ঘটনা বেরিয়ে আসে এবং অপরাধী যে হোক না কেন শাস্তির আওতায় যেন আনা হয়, এ ব্যাপারে উক্ত কাউন্দিয়া ইউনিয়নের ফাঁড়ির এসআই রহিম বলেন ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব তবে ভুক্তভোগী জয় গোপাল কবিরাজ বলেন থানায় এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে  অভিযোগ দেওয়া আছে এখন প্রশাসন আইনগত ব্যবস্থা নিলেই আমরা উপকৃত হব, জয় গোপাল কবিরাজ আরো বলেন আমি কয়েক বছর আগে একসময় একটি বিপদে পড়লে আমার বোন জামাই আমাকে বলেন জমি তার নামে লিখে দিতে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন আমি যদি আমার বাড়ি  আমার নামে রাখি তাহলে আমার বিরোধীরা আমার জায়গা বাড়ি  নিয়ে যাবে এই বলে তিনি আমার জায়গা তার নামে লিখি নেয় কোন টাকা পয়সা আমাকে নাদিয়েই , তখন শর্ত ছিল তিনি আমার সমস্যা দূর হলে আবার আমার জায়গা আমার নামে লিখে দেবে কিন্তু তিনি তা না করে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা করেছেন এতে আমি বিশ্বাস করতে পারছি না যে তিনি ইচ্ছা করে করেছেন না জোরপূর্বক করানো হয়েছে, না তাকে হত্যা করা হয়েছে কোন কিছুরই এখনো কূলকিনারা পাই নাই , তাই আমি প্রশাসনের কাছে সঠিক বিচার চাই , আপনারা সঠিক তদন্ত করে ব্যবস্থা নিয়ে আমাদের পরিবারটিকে বাঁচান , আমরা বাঁচতে চাই আমরা সংখ্যালঘু, আমাদের জন্ম বাংলাদেশে, আমাদের কি বাঁচার অধিকার নেই তাই আমরা বাঁচতে চাই প্রশাসনের প্রতি অনুরোধ আপনারা সঠিক তদন্ত করে ব্যবস্থা নিন এবং আমাদের ভালোভাবে বাঁচতে দিন আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো